মন্দিরের সামনে সারাদিন ভক্তদের ‘আশীর্বাদ’ বিলোচ্ছে কুকুর, ভিডিও ভাইরাল টাইমস রিপোর্ট টাইমস রিপোর্ট প্রকাশিত: 6:39 PM, January 13, 2021 মহাভারতে এক অলৌকিক সারমেয়র কথা আছে। যেন ইশ্বরদত্ত ক্ষ’মতা নিয়েই এক সারমেয় হাজির হয়েছে মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে। সিদ্ধি পেতে এই মন্দিরে ভক্তদের ভিড় লেগেই থাকে, তবে মন্দিরের সামনে কোনও ‘সিদ্ধ’ কুকুরকে বসে থাকে এর আগে কেউ দেখেননি।সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা গিয়েছে, সিদ্ধিবিনায়ক মন্দিরের বাইরের চাতালে বা বলা চলে সিঁড়ির উপর বসে আছে একটি পথ-কুকুর। এই অবধি ঠিক ছিল, ঘ’টনা খুব সাধারণ। কিন্তু এরপরেই এক মাঝব’য়সের এক পুণ্যার্থীকে দেখা যায় মন্দিরে প্রণাম করে নেমে আসতে।নামার সময় তিনি কুকুরটির কাছে গিয়েও মাথা নত করে প্রণাম করেন। স’ঙ্গে স’ঙ্গে আশীর্বাদ করার ভ’ঙ্গিতে সামনের পা তাঁর মাথায় তুলে দেয় কুকুরটি। মন্দিরে পুজো সেরে এই আশীর্বাদ নেওয়াও এখন অনেক দর্শনার্থীর অভ্যাসে পরিণত হয়েছে। আর তা এক জন থেকে দশজনে ছড়িয়েও পড়েছে। Like this:Like Loading... SHARES ভারত বিষয়: