এরদোয়াদের আহ্বানে ৮ ঘন্টাতেই তুরস্কের এপ BiP এর ৪ কোটি গ্রাহকের বিশ্ব রেকর্ড টাইমস রিপোর্ট টাইমস রিপোর্ট প্রকাশিত: 11:28 PM, January 13, 2021 What’s app এর নতুন পলিসির ফলে, গ্রাহকের তথ্য ফেসবুকে শেয়ার করবে বা ফেবু চাইলেই নিতে পারবে। এতে গ্রাহকের তথ্য এবং ব্যক্তিগত গোপনীয় বিষয় অন্যদেশের গোয়েন্দা সংস্থা বা রাস্ট্রের কাছে চলে যাবে। মানে আপনার ভিডিও কল বা মেসেজ বা ছবি ইচ্ছা করলেই ওরা দেখতে পারবে বা নিতে পারবে। এজন্যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান What’s app বাদ দিয়ে তুরস্কের রাস্ট্রীয় টেলি কমিউনিকেশন কোম্পানি Turkcell তৈরি ভিডিও, অডিও ও মেসেজ এপ BiP ব্যবহারের আহ্বান জানান। এতে আজকে ৮ ঘন্টাতেই ৪ কোটি নতুন গ্রাহক যুক্ত হয়েছে। আজকে সকালেই BiP এপ ডাউন লোড হয়েছিল ১০ মিলিয়ন বা ১ কোটি বার ডাউন লোড ছিল। আর এখন ৫ কোটি+ বার ডাউন লোড হয়েছে। এক কথায় বিশাল একটা রেভ্যুলেশন। এর কম সময়ে এত গ্রাহকের কারণে প্রাথমিক সমস্যা হতে পারে। ভেরিফিকেশন বা মেসেজ দেরিতে পাওয়া বা ভিডিও/অডিও কল ড্রপ হতে পারে। তবে BiP এর টেকনিক্যাল টিম কাজ করছে এই সমস্যা আগামীতে থাকবে না। তাই শুরুতেই সবাইকে হতাশ না হওয়ার অনুরোধ জানিয়েছে । Like this:Like Loading... SHARES আন্তর্জাতিক বিষয়: