ইসরায়েলের বিমান হামলায় পূর্ব সিরিয়ায় ২৫ জন নিহত টাইমস রিপোর্ট টাইমস রিপোর্ট প্রকাশিত: 12:34 AM, January 14, 2021 কাজী আব্দুল্লাহ: বুধবার ইসরাইলের যুদ্ধ বিমানগুলি পূর্ব সিরিয়ায় বিমান হামলা চালিয়ে কমপক্ষে ২৫ জনকে হত্যা করেছে বলে সিরিয়া ও ইরাকি সূত্রে জানা গেছে। বুধবার রাষ্ট্র পরিচালিত সানা বার্তা সংস্থা একটি সামরিক সূত্রের বরাত দিয়ে বলে যে এই হামলাগুলি ইরাকি সীমান্তের নিকটবর্তী দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিরিয়ার দির ইজ-জোড় এবং আল-বুকমাল জেলাটিকে লক্ষ্য করে করা হয়েছে। ইরাকের একটি সামরিক সূত্র আরও বলেছে যে ইসরায়েলি হামলা সিরিয়া ও ইরাকের সীমান্তরেখা জুড়ে সিরিয়ার শাসক বাহিনী এবং ইরানপন্থী মিলিশিয়াদের অবস্থানকে লক্ষ্য করে করা হয়েছে। সূত্রটি জানিয়েছে যে এই হামলায় ২৫ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে। এই হামলার বিষয়ে সিরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত মাসে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলে যে, ২০২০ সালে সিরিয়াজুড়ে তারা ৫০ টি লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে। সূত্র: আনাদোলু এজেন্সি Like this:Like Loading... SHARES আন্তর্জাতিক বিষয়: