ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রসেসিং কেন্দ্রে বিস্ফোরণ, একজনের মৃত্যু টাইমস রিপোর্ট টাইমস রিপোর্ট প্রকাশিত: 12:57 AM, January 14, 2021 কাজী আব্দুল্লাহ: গুলশানের সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের ভিসা প্রসেসিং কার্যালয়ে এক বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। এতে আরও ছয় জন আহত হয়েছেন। আহতদের বেসরকারি ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির বিস্ফোরণ থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দমকল বিভাগের কর্মকর্তা আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, ভবনটির কেন্দ্রীয় এসির মেরামত করার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তখন সেখানে থাকা একজন মেরামত কর্মী ঘটনাস্থলেই মারা গেছেন। আহত হয়েছেন আরো অন্তত ছয় জন। গুলশান ২ নম্বর এলাকায় এম্পোরি ফাইনান্সিয়াল সেন্টার নামে একটি বহুতল ভবনের একটি তলায় ছিল সংযুক্ত আরব আমিরাতের এই ভিসা প্রসেসিং সেন্টারটি। তবে মূল দূতাবাস বা রাষ্ট্রদূতের বাসভবন এই এলাকায় নয়। Like this:Like Loading... SHARES মধ্যপ্রাচ্য বিষয়: