চাচিকে একা পেয়ে ধ,র্ষণ করলো নবম শ্রেণির ছাত্র টাইমস রিপোর্ট টাইমস রিপোর্ট প্রকাশিত: 1:54 PM, February 13, 2021 সময়ের কন্ঠস্বর ডেস্ক: রংপুরের কাউনিয়া উপজেলায় বিশ বছরের চাচিকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে দূর সম্পর্কের এক ভাতিজার বিরুদ্ধে। গেলো বুধবার রাতে উপজেলার সারাই ইউনিয়নের সারঙ্গপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় ধর্ষণের অভিযোগ মামলা দায়ের করেছেন ওই গৃহবধূ। ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, গতকাল বুধবার দিনগত রাত তিনটার দিকে উপজেলার সারাই ইউনিয়নের সারঙ্গপুর গ্রামের এক গৃহবধূকে নিজ বাড়িতে শোয়ার ঘরে একা পেয়ে ধর্ষণ করে একই গ্রামের নবম শ্রেণির এক শিক্ষার্থী।গৃহবধূর চিৎকারে পাশের বাড়ির লোকজন এগিয়ে এলে ঘটনাস্থলে থেকে ওই কিশোর পালিয়ে যায়।ওই কিশোর গৃহবধূর দূর সম্পর্কের ভাতিজা। ঘটনার সত্যতা নিশ্চিত করে হারাগাছ থানার অফিসার্স (ওসি) রেজাউল করিম বলেন, এ ব্যাপারে একটি ধর্ষণ মামলা হয়েছে। ওই গৃহবধূকে রংপুর ভিকটিম সাপোর্ট সেন্টারে বিকেলে পাঠানো হয়েছে এবং কিশোরকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। সূত্রঃ সময়ের কন্ঠস্বর Like this:Like Loading... SHARES নারী ও শিশু বিষয়: